সাখাওয়াত হোসেন, পাঁচবিবি থেকেঃ
বাগজানা হাইস্কল সংলগ্ন মাঠটি ইউনিয়ন পর্যায়ে জাতীয় খেলাধুলার ভ্যানু হিসেবে ব্যাবহৃত একমাত্র খেলার মাঠটির পুর্বপার্শ্বে পেশাব খানার মল মুত্র পয়ঃ নিষ্কাশনের ড্রেন থাকায়, স্থানিয়দের বাড়ীর ময়লা- আবর্জনা, ও দোকানীদের ময়লা ফেলে অস্ব্যাস্থকর পরিবেশ সৃষ্টি হয়েছে! যা কেউ দেখার নাই! এতে মশা,মাছির জন্ম হচ্চে এবং ডেঙ্গুর উৎপত্তি হবার আশঙ্কাও কম নয়।খেলা ধুলা করতে গিয়ে, প্রত্যেহ ফুটবল,ক্রীকেট, ভালিবল এর অনুশিলন করতে গিয়ে যুব কিশোরদের বিশাল অংশ বাদ দিয়ে খেলতে হয়! এ ছাড়া বল গিয়ে ময়লা আবর্জনার মধ্যে পড়লে সে ময়লা বাচ্চাদের হাতে লেগে চুলকানী পচারীরোগের সৃষ্টি হচ্ছে। এসব লক্ষ রেখে এই কমল মতি কিশোররা স্ব উদ্যোগে কোদাল খন্তা নিয়ে পরিষ্কার করেছে। জানা যায় উপজেলার ২য় মিনি স্টিডিয়াম হিসেবে ব্যাবহার করতে বেশ কয়েক বার ক্রীড়া মন্ত্রনালয়ের তহবিল দিয়ে মাটি ভরাট পুর্বক খেলার উপযোগি করা হয়। এ ছাড়া এই মাঠে বঙ্গবন্ধু কাপ, বেগম ফজিলাতুন নেছা কাপ, আন্তঃস্কুল জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলা গুলি অনুষ্টিত হয়।প্রায় অর্ধশত খেলোয়ার ও কিশোরদের একমাত্র দাবী পেশাব খানা প্রত্যাহার সহ একটি স্বাস্থ্য সম্মত ড্রেনেজ ব্যাবস্থা নির্মান করতে বাগজানা ইউনিয়ন পরিষদ ও পাঁচবিবি উপজেলা পরিষদের সুযোগ্য জনপ্রতিধির নিকট জোর দাবী অতি সত্তর সংস্কার করার ব্যবস্থা নিন।