নীলফামারীর জলঢাকায় চোর চক্রের ৬ সদস্যকে চুরির মালামাল সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৮ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় আটককৃতদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই উজ্জ্বল, এসআই আকতার হোসেন, গোলজার হোসেন, জুয়েল, এএসআই মাইদুল ইসলাম, নুরুল হুদা, হারুন,মিনহাজ, মামুন সহ পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পৌর সভার আমরুল বাড়ী এলাকার মৃত মানিক মিয়ার ছেলে শাহিনুর রহমান ওরফে কালা চোর (৩৫), ইজারউদ্দিন এর ছেলে সাজু মিয়া (৩৪)।
বগুলাগাড়ি বাবুল্লা পাড়া এলাকার আব্দুল হকের ছেলে রবিউল ইসলাম (৪০)। কদমতলী জোড়াপুল এলাকার সালাউদ্দিন এর ছেলে আব্দুল করিম (২৮)। বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমীন (২৫)। মৃত তেফেল উদ্দিন এর ছেলে জাহেনূর ইসলাম।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি করা ৬ টি বাইসাইকেল, ২টি মোটর, ২টি টিউবওয়েল, ১ টি ২৪ ইঞ্চি ওয়ালটন এলইডি এবং ২ বস্তা সাইকেলের ভাংরি যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মুক্তারুল আলম গনমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সচেষ্ট আছে। এ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।