জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে যাতয়াতের একমাত্র রাস্তা সংলগ্ন পাকাবাড়ি নির্মাণ করার প্রতিবাদে মানব বন্ধন করে গ্রামবাসী। গতবুধবার বিকালে জাম্বুবান গ্রামের ছোটবড় নারীপুরুষ ঘন্টাব্যাপী মানব বন্ধন করেন। এছাড়া প্রতিকারের আশায় গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগে দেখাযায়, ওই গ্রামের ঝরুয়া প্রধানের ছেলে দিলবর রাস্তা সংলগ্ন পাকাবাড়ি নির্মাণ করছেন। পাকাবাড়ি নির্মাণ করায় ওই রাস্তা দিয়ে মেসি-ট্রাক, পাওয়ার টিলার ও এ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যানবাহন চলাচলে বাঁধার সৃষ্টি হচ্ছে। গ্রামে মুসলমান-হিন্দু সবাই বসবাস করে বাড়ি নির্মাণ করায় চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। মানব বন্ধন থেকে একাধিক ব্যাক্তি সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষর সু-দৃষ্টি কামনা করে বক্তব্য দেন। কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন, বিষয়টা নিয়ে বৈঠক হয়েছে। সমস্যা সমাধানে সবাইকে নিয়ে আবারও বসা হবে।