নীলফামারী তে ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়।
আজ মঙ্গলবার রাত প্রায় ১০ টার দিকে।
নীলফামারী টু ডোমার হাইওয়ে মহাসড়কের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড বালাপাড়া মহাশ্মশানের থেকে প্রায় ১৫০ গজ দূরে। হাইওয়ে সড়ক সংলগ্ন ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
নিহত ব্যক্তি হলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মৃতঃ ওমর বেপারীর ছেলে মোঃ শাহ্ আলম, তার বয়স প্রায় (৬৫) বছর।
এমন সময় দূর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিস অফিসে এবং থানায় ফোন করলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ ভ্যান চালককে ট্রাকে নিচ থেকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে। পুলিশ ট্রাকটিকে থানা নিয়ে যেতে চাইলে স্থানীয় জনগণের বিক্ষোভ করে ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করে এমন সময় পুলিশ বাধা দিলে উচ্চুক জনতা পুলিশের উপর ইট, পাটকেল ছুড়ে মারে এমন সময় দূর্ঘটনা দেখতে আসা বেশ কয়েক জন পথও চারী গুরুতরভাবে আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য,, আরও থানা থেকে এক ভ্যান পুলিশ নিয়ে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা হলে জানায় তারা ঘটনা স্থাল থেকে ট্রাকের নিচ আহত অবস্থায় শাহ্ আলমকে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই দিকে নীলফামারী সদর থানার ইনচার্জ অফিস খান মোহাম্মদ শাহরিয়ার জানান খবর পেয়ে তাদের একটিম ঘটনা স্থানে যায়। এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধার করে আহত অবস্থায় নীলফামারীর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন ট্রাকটি আটক করা গেলও ঘাতক চালক ও হেলপার কে আটক করা যায় নি। তাদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনি প্রক্রিয়া চলতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ট্রাকটিকে থানায় নিয়ে যায়।