নাটোরের বাগাতিপাড়ায় দুর্নীতি দমন কমিশন ও বাগাতিপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি ) সুরাইয়া মমতাজ , সমবায় অফিসার জামান ইবনে ফয়জুল কবির,মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী সরকার,বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন ও বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন অপু,সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী বলেন,শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির জন্য এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় জামনগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জিগরী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়,অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।