গৌরব ও ঐতিহ্যে বিচার বিভাগ, গাজীপুর- শীর্ষক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩ শনিবার সকালে গাজীপুর জজকোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও সম্মেলনের সভাপতি মমতাজ বেগম এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন করে স্বাগত বক্তব্য রাখেন। পরে সম্মেলনের ধারণাপত্র উপস্থাপন করেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহমান এবং অনুষ্ঠানে গাজীপুরের বিচার কার্যক্রমের তথ্য বিবরণী তুলে ধরেন- সহকারি জজ মোসাম্মৎ শাহাজাদী তাহমিদা।
বিচার বিভাগ গাজীপুরের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তিতে বিদ্যমান প্রকিবন্ধকতা সমুহ উত্তরণের উপায় নিয়েও প্রবন্ধ উপস্থাপন করা হয়। এটি করেন যুগ্ম ও জেলা দায়রা জজ নাজমুন নাহার। অনুরূপ ফৌজধারী মামলার সাক্ষ্য উপস্থাপন ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাঃ রেহানা আক্তার এবং ফৌজধারী মামলা তদন্তকারি সংস্থার ত্রুটি-বিচ্যুতি এবং সংশোধনের উপায় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নূর।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সর্বোপরি সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।