গ্রামীণ ব্যাংক চরফ্যাশন এরিয়াধীন জিন্নাগড় চরফ্যাশন শাখায় কেন্দ্র প্রধান বৈঠক ও গাছের চারা বিতরণের বিশেষ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান’র বিশেষ উদ্যোগে এ বছর গ্রামীণ ব্যাংক সারা দেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে লক্ষ্য মাত্রার সফল বাস্তবায়নে ২৫ নং সপ্তাহকে (১৮ জুন হতে ২৪ জুন) চারা লাগানোর বিশেষ সপ্তাহ ঘোষণা করা হয়েছে এবং ২০ জুন কে চারা লাগানোর বিশেষ দিবস ঘোষণা করা হয়েছিল।
তারই ধারাবাহিকতায় (২০জুন) মঙ্গলবার বিকালে ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি,এম ফারুক এর বিশেষ পরামর্শে গ্রামীণ ব্যাংক চরফ্যাশন এরিয়ার জিন্নাগড় চরফ্যাশন শাখায় উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে চারা বিতরণের বিশেষ দিবস পালন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন এরিয়ার এরিয়া ম্যানেজার রিপন কুমার দাস।
এসময় তিনি বলেন, ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে আর চরফ্যাশন এরিয়ায় ৬ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। আর আপনারা আরো বেশি বেশি করে গাছ লাগাবেন এ জন্য উৎসাহ ও উদ্দীপনা দেন সদস্যদেরকে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কিংকর চন্দ্র দেবনাথ,
অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন জিন্নাগড় চরফ্যাশন শাখার ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার আরাফাতুল ইসলাম, সম্মানিত অতিথি মাতৃ ছায়া কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক জেবুন্নাহারসহ অফিসার বৃন্দ।