হাইমচরে মাছ ক্রয় করতে যাওয়ার পথে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খোকন নামে এক মৎস্য ব্যাবসায়ী মৃত্যু হয়েছে। নিহত খোকন চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকর মৃত নুরুল হকের ছেলে।
শুক্রবার ১৬ জুন ভোর ৬ টায় চরভৈরবী ইউনিয়নের সাবু মাষ্টার মোড় এলাকয় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানাযায় নিহত মনিরুল হক খোকন (৪৫) ভোরে সহপাঠী ব্যাবসায়ীদের সাথে অটোতে করে চাঁদপুর থেকে চরভৈরবী মাছ ঘাটের উদ্দেশ্য রওয়ানা হয়ে সাবু মাষ্টার এলকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনি অটোর নিছে পড়ে যায় সেখান থেকে অটো ড্রাইভার দেলোয়ার সহ অন্যরা মিলে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত খোকনের একাধিক স্ত্রী রয়েছে। মৃত্যুর খবর শুনে উভয় পরিবারের লোক ছুটে আসেন। ২য় স্ত্রী নাজমুন নাহার বলেন, ফজরে আজানের সময় সে আমার বাসা থেকে বের হয়ে মাছ কিনতে যায়। আমরা তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুন নাহার জানান আমার স্বামীর মৃত্যুতে কাউকেই দোষারোপ করছিনা।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, হাসপাতাল থেকে মৃত্যুর খবরটি জানানো হলে আমরা৷ ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।