পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান’র উদ্যোগে গ্রামীণ ব্যাংক ২০২৩ সালে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছেন। বুধবার (১৪ জুন) সকালে লালমোহন শাখা ও ফরাজগঞ্জ লালমোহন শাখায় সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি,এম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ভোলা যোনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ লক্ষ। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ।
এসময় বিশেষ অতিথি হিসাবে লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম,কবির হোসেন, প্রোগ্রাম অফিসার সজল চন্দ্র দাস এবং সম্মানিত অতিথিদের মধ্যে লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম নবীন, লালমোহন শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম , সেকেন্ড ম্যানেজার আইয়ুব আলী, অফিসার ফিরোজ আলম এবং ফরাজগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান,সেকেন্ড ম্যানেজার শ্রী কৃষ্ণসহ আরো অনেক উপস্থিত ছিলেন।