নাটোরের বাগাতিপাড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান,বীর মুক্তিযোদ্ধা,লোকমান হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় ক্ষিদ্রমালঞ্চি কবরস্থানে সমাহিত করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ১:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।এ সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিকালে খিদ্র মালঞ্চি ঈদগা মাঠ ময়দানে বাগাতিপাড়া থানার চৌকস পুলিশ সদস্যের একটি দল জাতির শ্রেষ্ঠ সন্তান কে গার্ড অফ অনার ও সালাম প্রদান করেন।মরহুমের পরিবারকে সমবেদনা জানান,উপজেলা নির্বাহি অফিসার নিলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল,ও বাগাতি পাড়া মডেল থানা অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন।
সমবেদনা জানাতে গিয়ে, নীলুফা সরকার বলেন, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা ও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।বীরমুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃত্যু কালে ১ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।