ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক(মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন হোসনেয়ারা নাহার-DBO-news

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বরিশাল বিভাগের মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃহোসনে আরা বেগম নাহার। মঙ্গলবার , ৩০ মে, বিভাগীয় পর্যায়ের শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।

জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ে শ্রেণির কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরুপ তিনি ইতোপূর্বে দুই বার আইসিটি ট্রেনিং এ থাইল্যান্ড যাওয়ার সুযোগ পান এবং ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন ।এ ছাড়াও তিনি বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের কাজে সহযোগিত করে আসছেন।

এ বিষয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা ও জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে “বরিশাল বিভাগের ” শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক( মাধ্যমিক) মনোনীত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। এরপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো। আমি সকলের দোয়া প্রার্থনা করছি।

Don`t copy text!