নীলফামারীতে হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ২৬ই মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় এই সমাবেশ নীলফামারী শিব মন্দির থেকে শুরু করে ডিসি অফিস দিয়ে ঘুরে নীলফামারী বড় বাজার পর্যন্ত এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নীলফামারী গৌরাঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ প্রায় এক ঘন্টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই সমাবেশ উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়, নীলফামারী জেলা শাখা, মহিলা বিষয় সম্পাদক দিপ্তি রানী সরকার, নীলফামারী জেলা শাখা হিন্দু মহাজোট, আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার GSSP গীতা স্কুল পরিচালনা পরিষদের সহসভাপতি গনতি রায়, দীপক রায়, মিডিয়া বিষয় সম্পাদক GSSP গীতা স্কুল পরিচালনা পরিষদ নীলফামারী জেলা, লোকনাথ গীতা স্কুল পরিচালনা পরিষদের মহিলা বিষয় সম্পাদক গায়িত্রী রানী রায়সহ বিভিন্ন ধরনের হিন্দু সংগঠনের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন। সমাবেশ শেষ বক্তারা বলেন আমরা হিন্দু সম্প্রদায়ের আইন পরিবর্তন মানি না মানবো না এবং সমাবেশে উপস্থিত সকল সনাতনীদের শ্লোগান ছিলো হিন্দু আইন পরিবর্তন কারীদের মুখে জুতা মার ঝাড়ু মার। পরিশেষে বক্তারা আরও বলেন এই সনাতনীরা কখনোই মানবে না আর মানবো না।
এই রকম আইন ভবিষ্যতে জোর পূর্বক সনাতনীদের মাঝে চাপিয়ে দিলে আমরা বড় ধরনের পদক্ষেপ নিবো এবং সামনের নির্বাচনের আগে হিন্দুদের দাবি মেনে না নিলে প্রয়োজনে সনাতনীরা নির্বাচনে যাবে না। এবং সনাতনীদের এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে বলেন বক্তারা।