“শ্রমিকের দান”
বিশ্ব মাঝে শ্রমিক যারা
খাটা খাটনি করে,
তাঁদের হাতেই প্রতিটা দেশ
নিপুণ ভাবে গড়ে।
তাঁদের শ্রমে কেউ বড়লোক
থাকে অট্টালিকায়,
কেউবা ঘুমায় সোনার খাটে
সুখেতে দিন কাটায়।
তাইতো তাঁরা দেশ সমাজে
সম্মানের দাবীদার,
সুখ শান্তিতে বিশ্ব মাঝে
রয় বাঁচার অধিকার।
শহীদ হলো আন্দোলনে
যাঁরা বিশ্ব মাঝে,
তাঁদের তরে মঙ্গল প্রদীপ
জ্বালি সকাল সাঁঝে।
সবার মাঝে বেঁচে থাকুক
শহীদ হলো যারা,
তাঁদের তরে অধম কবির
লেখার স্রোতধারা।
সোচ্চার হয়ে থাকবো সদাই
বাঁচলে ধরাধামে,
কলম চলবে সারা জীবন
সত্য ন্যায়ের নামে।
শ্রমিক দিবস উপলক্ষে
কবিতা-পবিত্র চক্রবর্তী
০১/০৫/২০২৩