শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

গরমে হিটস্ট্রোকে মরে যাচ্ছে মুরগি

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ / ১৫৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ

তীব্র রোদ–গরমে মরছে মুরগি। অনেক খামারে বৈদ্যুতিক পাখা সংযুক্ত করা হলেও লোডশেডিংয়ের কারণে এই উদ্যোগে কাজে লাগছে না। গরমে হিটস্ট্রোকে মরে যাচ্ছে মুরগি। গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর কালোয়া গ্রামে।

কুড়িগ্রামে কয়েক দিনের টানা দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তীব্র রোদ ও গরমে খামারের মুরগি মারা যাচ্ছে। অনেক খামারে বৈদ্যুতিক পাখা সংযুক্ত করলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই উদ্যোগে কাজে লাগছে না। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যম‌তে, জেলার ৯ উপজেলায় লেয়ার, ব্রয়লার ও সোনালি মুরগির খামার রয়েছে ১ হাজার ৪৩২টি। এর মধ্যে নিবন্ধিত খামার ২১১টি এবং অনিবন্ধিত খামার ১ হাজার ২২১টি। এসব খামা‌রের মধ্যে ব্রয়লার মুরগির নিবন্ধিত খামার রয়েছে ১৭৪টি ও অনিবন্ধিত ১ হাজার ১৯টি। এ সম্পর্কে জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ইউনুছ আলী ব‌লেন, ‘কুড়িগ্রামের প্রতিটি উপজেলায় আমাদের চিকিৎসকেরা খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছেন। হিট‌স্ট্রোক থে‌কে বাঁচ‌তে খামারঘ‌রের ছাদ কিংবা টি‌নের চালার ওপর ভেজা চট দি‌লে উপকার পাওয়া যা‌বে। আমরা সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে এ-সংক্রান্ত প্রচারণা চালা‌চ্ছি।’

বর্তমানে অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন খামারে প্রতিদিনই মুরগি মারা যাচ্ছে। সদর উপজেলার চারজন ও উলিপুর উপজেলার একজন খামারি জানান, গত এক সপ্তাহে গরমের কারণে তাঁদের পাঁচ শতাধিক মুরগি মরে গেছে।

গতকাল বুধবার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালুককালোয়া গ্রামের খামারি শরিফুল ইসলাম বলেন, ‘প্রায় ২৮ দিন আগে ৩ হাজার ৫০০ ব্রয়লার মুরগি খামারে তুলেছিলাম। বর্তমানে প্রতিটি মুরগি দুই কেজির কাছাকাছি হয়েছে। ঈদের সময় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে হিটস্ট্রোকে প্রতিদিন মুরগি মারা যাচ্ছে।’ গত মঙ্গলবারও তাঁর খামারের ৩৫টি মুরগি মারা গেছে।

হ‌রিশ্বর কা‌লোয়া গ্রা‌মের খামা‌রি মে‌হে‌দি হাসান ব‌লেন, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড গর‌ম। এ কার‌ণে মুরগির হিট‌স্ট্রোক শুরু হ‌য়ে‌ছে। প্রতিদিন ১৫-২০টি করে মুরগি মারা যাচ্ছে। কোনোভা‌বেই হিটস্ট্রোক থে‌কে মুরগিকে রক্ষা করা‌ যাচ্ছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কার‌ণে সব সময় ফ্যান চালানো যাচ্ছে না। এভাবে চল‌তে থাক‌লে লোকসান কোথায় ঠেক‌বে, বলা মুশ‌কিল।’

পোলট্রিখামা‌রিরা বল‌ছেন, শুধু হিট‌স্ট্রোক নয়, অতিরিক্ত দাবদাহের কার‌ণে ব্রয়লার মুর‌গির পাতলা পায়খানা দেখা দি‌য়ে‌ছে। এতে আক্রান্ত মুর‌গি দুর্বল হয়ে প‌ড়ছে। নিয়‌মিত টিকা ও ওষুধ দিয়েও এই সমস্যা থে‌কে প‌রিত্রাণ মে‌লে‌নি। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কেউ কোনো ধরনের পরামর্শ দিতেও আসেননি।

প্রা‌ণিসম্পদ দপ্তর বল‌ছে, গর‌মে পোলট্রি মুরগির হিট‌স্ট্রো‌কের ঝুঁকি একটু বাড়ে। ব্রয়লার মুরগির পাতলা পায়খানার বিষয়টি অন্য কারণে হতে পারে। এ ধর‌নের সমস্যা নি‌য়ে খামা‌রিরা তাঁদের সঙ্গে এখনো যোগা‌যোগ ক‌রেন‌নি। ‌হিট‌স্ট্রোক থে‌কে বাঁচার উপায় নিয়ে সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে বি‌ভিন্নভা‌বে তাঁরা প্রচারণা চালা‌চ্ছেন।

কু‌ড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, গত সোমবার কুড়িগ্রামে এ সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশ‌মিক ৫ ডি‌গ্রি সেলসিয়াস। গতকাল বুধবার বেলা ৩টায় কুড়িগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ রকম দাবদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!