বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে পূবাইলবাসী সহ দেশবাসীকে পূবাইল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে।
মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাহে রমজানে যার যার সাধ্যমতো গরীব দুখি অসহায় মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহোযোগিতা করুন।
আমি সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। তিনি কবিতার ছন্দে বলেন, এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নি স্নানে শুচি হোক ধরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আমরা আহ্বান করবো বাংলা নতুন বছরকে।
পরিশেষে আজিজুর রহমান শিরিষ সবাইকে উদ্দেশ্যে করে বলেন : নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের।বাংলা নতুন বছরে আসুন আমরা শপথ গ্রহণ করি যে,
জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য তনয়া, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিব।