ভোলা লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে জোর পূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন গজারিয়া বাজারের পশ্চিম মাথায় মোস্তফা মাতাব্বরের দীর্ঘদিনের দখলীয় দোকান ঘর ভেঙে বিভিন্ন মালমাল লুট করে দুইটি দোকান ভিটা ও পিছনে অনেক জায়গায় জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করে একই বাড়ির প্রভাবশালী ফজলু মাতাব্বর গংরা।
মোস্তফা মাতাব্বর অভিযোগ করে জানান, লালমোহন থানাধীন পাঙ্গাশিয়া মৌজার জেএল নং ২৬ এস এ ২১১ নং খতিয়ানের ২৬২৬ নং দাগ ও বিএস খতিয়ান নং ১২৫৮ খতিয়ানের ৪৫২৯ দাগে আমার রেকর্ডিয় জমি ১ একর ১৫ শতাংশ জমি সে রেকডিও জমিতে এরা জোর পূর্বক ঘর নির্মাণ করতে চাইলে আমি বাধা প্রদান করি তাতে তার কর্ণপাত না করায় গণ্যমান্য ব্যক্তিবর্গ দের জানাই কিন্ত এরা কোন রকম বিচার ফয়সালা মানেনা। এখন আবার এরা আমার দোকান ঘর ভেঙে বিভিন্ন মালমাল লুট করে পাকা ঘর নির্মাণ করতেছে। এর পূর্বে আমি বাদী হয়ে ভোলা কোর্টে একটি মামলা দায়ের করি যার মামলা নং এম পি ১০২/১৮ এম/আর ১৯ লাল এ মামলায় ফজলু মাতাব্বর সহ ১১ জনকে বিবাদী করে ১টি মামলা দায়ের করি। এবং এ জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে নিষেধাজ্ঞা এখন ও চলমান রয়েছে।
তারা সে আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে কোন ক্ষমতার বলে এখন আবার ঘর নির্মাণ করতেছে। আমি বুঝতে পারতেছিনা। আমি এ ঘটনায় ন্যায় বিচার দাবি করছি।
অপর দিকে অভিযুক্ত ফজলু মাতাব্বর বলেন, আমাদের ওয়ারিশি সম্পত্তিতে আমারা আমাদের জমিতে ঘর করতেছি। মোস্তফা মাতাব্বরের জমিতে আমরা ঘর নির্মাণ করতেছিনা।