শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী সহ শশুর-শাশুড়ী গ্রেপ্তার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি / ১৬২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ

সাভারের শাহীবাগ এলাকায় গৃহবধু সুমাইয়া আক্তারকে (১৮) শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী সহ শশুর-শাশুড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ হাসান শিকদার।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার বহেরাতলা গ্রামের খবির উদ্দিন মাদবরের ছেলে মোঃ সাকিব (২০), তার পিতা মৃত কালা মাদবরের ছেলে মোঃ খবির উদ্দিন মাদবর (৭০) ও মাতা মোসাঃ রুনা বেগম (৪৫)। তারা সবাই সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার আব্দুল জলিলের বাড়ির ভাড়াটিয়া।

থানা পুলিশ জানায়, গত এক বছর পূর্বে সাকিবের সাথে নিহত সুমাইয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের সুত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন ধরে মা ও বাবার পরামর্শে গৃহবধু সুমাইয়াকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে স্বামী সাকিব। এরই মধ্যে স্ত্রীর ভরন-পোষনও বন্ধ করে দেয় তারা। একপর্যায়ে স্বামী ও শশুর-শাশুরীর অত্যাচার সইতে না পেরে সোমবার দুপুরে আব্দুল জলিলের দোতলা ভাড়া বাড়ির নীচতলার একটি কক্ষের পুর্বপাশে জানালার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে গৃহবধু সুমাইয়া। এঘটনায় শশুর বাড়ির লোকজন সুমাইয়াকে উদ্ধার করে প্রথমে সাভার কেয়ার হাসাপাতালে ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসকেরা সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহটির প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পরে সন্ধ্যা ৬ টায় মেয়ের বাবা ইসমাইলকে বিষয়টি অবহিত করা হলে তারা বিষয়টিকে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেন। পরবর্তীতে মঙ্গলবার মেয়ের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী ও শশুর-শাশুরীর নামে একটি মামলা দায়ের করেন।

নিহতের চাচা মিজানুর রহমান অভিযোগ করেন, সুমাইয়ার মা বিদেশে থাকেন। এই সুযোগে সুমাইয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে এক বছর পুর্বে তাকে ফুসলিয়ে বিয়ে করে সাকিব। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরা বিয়েটি মেনে নিয়ে তার স্বামীকে এ পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা প্রদান করেছি।

ইদানিং সাকিব ব্যবসার কথা বলে আরও ৭০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলো। কিন্তু সুমাইয়া বাবার কাছ থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী সাকিব তাকে বেধরক মারাপিট করে। এঘটনায় সাকিবের বাবা-মা কোন প্রতিকার না করে উল্টো সুমাইয়াকেই বিভিন্ন অভিযোগ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এছাড়া সুমাইয়ার বুকে-পিঠে ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় আমাদের সন্দেহ হচ্ছে তাকে মেরে ঝুলিয়ে রেখে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে।

তবে গ্রেপ্তারকৃত সাকিব জানায়, আমি সাভার নিউমার্কেটে একটি দোকানে কাজ করি। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করি। সুমাইয়া ও আমি খাবার সময় তার থালার মাংসগুলো আমি খেয়ে ফেলি। যার কারনে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে কান্না শুরু করে। আমি এতে মন খারাপ করে তাকে লাথি মেরে দোকানে চলে যাই। পরে দুপুরের দিকে পরিবারের লোকজন জানায় সুমাইয়া আত্মহত্যা করেছে। আমি দ্রুত বাসায় গিয়ে সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুমাইয়ার মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ হাসান শিকদার বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিকভাবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী ও শশুর-শাশুরীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই বুঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!