নারী দিবসের বাণী
পীযূষ কান্তি বড়ুয়া
কেমন হতো নারীই যদি
আসতো না এ ধরায়
কে ফোটাতো ফুলকলিদের
মরু কিংবা চরায়?
নারী যদি স্বর্গে বসে
দেখতো চেয়ে চেয়ে
মা’র মমতা কার কাছে ভাই
বাড়তে তুমি পেয়ে?
নারী যদি মা না হয়ে
হতো কেবল শাসক
বলো তবে আশিসে কে
হতো বিঘ্ন নাশক?
আজ নারীদের বিশ্ব দিনে
দেই নারীকে স্যালুট
পাশে দাঁড়াও দেখো তাদের
সম্ভ্রম করে কে লুট!
তুমি-আমি থাকলে পাশে
নারীই হবে সেরা
উন্নয়নের আসল পথে
তবেই হবে ফেরা।