ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কবি মো: আতাউর রহমান সরকার এর বসন্ত জীবন কবিতা

প্রতিবেদক
admin
মার্চ ৬, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বসন্ত জীবন
মোঃআতাউর রহমান সরকার

এখনো ঘুমিয়ে আমি? উদাসীনতায় ভুলি!
চারিদিকে লেগেছে ফাগুনের ধূলি।
মোর হৃদয় উদাস করে তুলি;
বিপিনের দ্রুমে কলকন্ঠের বুলি।

দুল্যোকে চাহিয়ায়া অক্ষি;
তবুও কেন জাগিনি আমি?
গহনের দ্রুমে জবা,–দূরন্ত শিমুল উঠেছে জাগি;
তবুও কেন এখনো ঘুমিয়ে আমি?

আবার এসেছে দক্ষিণা হাওয়া;
বিন্দুমোচনে জেগেছে পুলকের ছোয়া।
মনে লেগেছে প্রসূনের ধাওয়া;
এ যেন বহু কাল পর-পাওয়া।

এমন আদৃত ঋতু থেকে যতোই লুকাই দৃষ্টি ;
ততোই হৃদয়ে আনন্দের হিল্লোল করে সৃষ্টি।
বসন্ত কবির মতো রচে তার কাব্য বাণী;
যতদুর দৃক যায়, হাসি তার মুখখানি।

অবিকৃত পল্ববে, কুসুম-কলিতে;
বিটপির শাখায় কুঁড়ির-জুলিতে।
বুঝি এখন আমিও হারিয়ে যাই তার রঙের তুলিতে;
একদা হয়ে যাবে একাকার সে কালবৈশাখীর ধূলিতে।

Don`t copy text!