বসন্ত জীবন
মোঃআতাউর রহমান সরকার
এখনো ঘুমিয়ে আমি? উদাসীনতায় ভুলি!
চারিদিকে লেগেছে ফাগুনের ধূলি।
মোর হৃদয় উদাস করে তুলি;
বিপিনের দ্রুমে কলকন্ঠের বুলি।
দুল্যোকে চাহিয়ায়া অক্ষি;
তবুও কেন জাগিনি আমি?
গহনের দ্রুমে জবা,–দূরন্ত শিমুল উঠেছে জাগি;
তবুও কেন এখনো ঘুমিয়ে আমি?
আবার এসেছে দক্ষিণা হাওয়া;
বিন্দুমোচনে জেগেছে পুলকের ছোয়া।
মনে লেগেছে প্রসূনের ধাওয়া;
এ যেন বহু কাল পর-পাওয়া।
এমন আদৃত ঋতু থেকে যতোই লুকাই দৃষ্টি ;
ততোই হৃদয়ে আনন্দের হিল্লোল করে সৃষ্টি।
বসন্ত কবির মতো রচে তার কাব্য বাণী;
যতদুর দৃক যায়, হাসি তার মুখখানি।
অবিকৃত পল্ববে, কুসুম-কলিতে;
বিটপির শাখায় কুঁড়ির-জুলিতে।
বুঝি এখন আমিও হারিয়ে যাই তার রঙের তুলিতে;
একদা হয়ে যাবে একাকার সে কালবৈশাখীর ধূলিতে।