বাংলা একাডেমি আয়োজিত ঐতিহ্যবাহী একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক সৈয়দ আতিকের “স্বপ্নজাল” নামে নতুন আর একটি উপন্যাস। প্রথম দিন থেকেই মেলায় এসেছে সৈয়দ আতিকের শাশ্বত নিটোল প্রেমের এ উপন্যাস।
আপন প্রকাশ থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। লেখক সৈয়দ আতিক তাঁর এ বইটি উৎসর্গ করেছেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক, মহান রাজনীতিবিদ শহীদ আহ্সান উল্লাহ মাস্টারকে। স্বপ্নজাল উপন্যাস সম্পর্কে লেখক সৈয়দ আতিক বলেন, কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে তার হৃদয়ের সমস্ত ঐশ্বর্য দিয়েই তাকে ভালোবাসে। বাস্তবতার অভিঘাত তার স্মরণে থাকেনা কিংবা পরোয়া করে না পারিপার্শ্বিকতা। আবার সব প্রেমই পারস্পরিক রসায়নে সিক্ত হয়না। কিন্তু হৃদয় উজার করে স্বপ্নজাল বুনে যায় নিজের মত করে। এমনি এক সমাজ বাস্তবতার চিত্র হাস্য-রসাত্মক আবয়বে “স্বপ্নজাল” উপন্যাসে তুল ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার এ বইটির মূল্য দুইশত টাকা। একুশে বইমেলায় আপন প্রকাশের ১৯১/১৯২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
কলকাতার প্রখ্যাত নাট্যকার,নিদের্শক ও লেখক গৌতম সেনগুপ্তের আগামি সাপ্তাহে ঢাকায় এসে বইটির মোড়ক উন্মোচনের কথা রয়েছে।
স্বপ্নজাল সৈয়দ আতিকের দ্বিতীয় উপন্যাস। তাঁর প্রথম উপন্যাস ছিল কৃষ্ণচূড়া প্রকাশনী থেকে প্রকাশিত “অনন্ত নীল” যা পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছিল। তাঁর “স্বপ্নজাল” উপন্যাসটিও সকল শ্রেনির পাঠককে যাপিত জীবনের বাস্তবতার পটভূমি থেকে হাসি-কান্নার এক অপূর্ব অনুভূতির জগতে নিয়ে যাবে বলে লেখকের প্রত্যাশা।