মৌমিতা দত্ত, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ, সিলেটঃ আগামী ১৭ ডিসেম্বর রোজ শনিবার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় বেসরকারি বৃত্তি পরীক্ষা শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।
সারা দেশের ন্যায় এক ও অভিন্ন প্রশ্নপত্রে হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। হবিগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্র হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা, বাহুবল উপজেলার পরীক্ষা কেন্দ্র মিরপুর আলীফ সুবহান চৌধুরী সরকারী কলেজ, শায়েস্তাগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও চুনারুঘাট উপজেলার পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট সরকারি কলেজ।
জেলার সকল পরীক্ষার্থীদেরকে সকাল ৯ঃ৩০ মিনিটের ভিতরে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র/ ছাত্রীদের প্রতি দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা জোনের সমন্বয়ক শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল কাদির।পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,স্থানীয় প্রসাশন ও সাংবাদিকসহ সকলের নিকট সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন।
তথ্যসূত্রঃ মোহাম্মদ মোশাহিদ মজুমদার