|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শহীদ হালিম – লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২২
মৌমিতা দত্ত, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ, সিলেটঃ আগামী ১৭ ডিসেম্বর রোজ শনিবার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় বেসরকারি বৃত্তি পরীক্ষা শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।
সারা দেশের ন্যায় এক ও অভিন্ন প্রশ্নপত্রে হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। হবিগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্র হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা, বাহুবল উপজেলার পরীক্ষা কেন্দ্র মিরপুর আলীফ সুবহান চৌধুরী সরকারী কলেজ, শায়েস্তাগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও চুনারুঘাট উপজেলার পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট সরকারি কলেজ।
জেলার সকল পরীক্ষার্থীদেরকে সকাল ৯ঃ৩০ মিনিটের ভিতরে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র/ ছাত্রীদের প্রতি দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা জোনের সমন্বয়ক শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল কাদির।পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,স্থানীয় প্রসাশন ও সাংবাদিকসহ সকলের নিকট সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন।
তথ্যসূত্রঃ মোহাম্মদ মোশাহিদ মজুমদার
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.