পূবাইলে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ মিজানুর রহমান লিটন(২৮)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ মিজানুর রহমান লিটন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেওরগাছ গ্রামের মৃত কবির মিয়া ছেলে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,পূবাইল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে মীরের বাজার ধীরেন বাবু সুইটস এন্ড রেডি ফুট এর সামনে থেকে মোহাম্মদ মিজানুর রহমান লিটনের দেহ তল্লাশি করে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করে,আটক লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।