গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখানে দাঁতের ব্যথায় আক্রান্ত হয়ে একটি ডেন্টাল কেয়ার ক্লিনিকে যান এক নারী। ব্যথাযুক্ত নষ্ট দাঁত না উঠিয়ে ভাল দাঁত উত্তোলন করে রোগীর হাতে ধরিয়ে দেন কথিত ডেন্টিস্ট ইমরান হোসাইন(২৩)।
ঘটনার দুদিন পর সেই ভাল দাঁত নিয়ে থানায় হাজির হয়ে সেই নারী ভুক্তভোগী রুবিনা (২৭) অভিযোগ করেন। মঙ্গলবার অভিযোগের ৫ দিন পর সেই দাঁত জমা নিয়ে মামলা নিল পূবাইল থানা পুলিশ।এরই মধ্যে ডেন্টাল কেয়ারে তালা মেরে পালিয়েছে কথিত সেই ডেন্টিস্ট ইমরান হোসাইন।
ভূক্তভোগী রুবিনা টঙ্গী পূর্ব থানা ৪৩নং ওয়ার্ডের বিসিক ফকির মার্কেট এলাকার ফয়সাল ইসলামের স্ত্রী।
ভূক্তভোগী জানান আমার বোন ডা. রাকিবুল হাসান কাছে চিকিৎসা করতো। আমার বোনের পরামর্শে ডা. রাকিবুলের কাছে এসেছিলাম। রাকিবুল না থাকায় অভিযুক্ত ইমরান হোসাইন আমাকে বলেন আমিই যথেষ্ট। এক সময় ইন্ডিয়ায় দাঁতের চিকিৎসা করেছি। উনার কথায় রাজি হয়ে আমার ভাল দাঁত হারিয়ে ব্যথা সহ্য করতে পারছি না। ভাল দাঁত তুলে হাতে ধরিয়ে দেয়। ডাক্তারের ফিস নেন ১ হাজার ৫শ টাকা। ভুয়া ডাক্তারের বিচার চাই।
অনুসন্ধানে দেখা গেছে, কথিত দাঁতের ডাক্তারের নেই কোনো সনদ। মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করেছেন। টেনে টুনে দুবারে এইচএসসি পাশ করেছেন। কিন্তু কোনোটার সনদ দেখাতে পারেননি। কোন ডেন্টাল কলেজে পড়েছেন সেটাও বলতে পারেননি। উনার ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনে রীতিমতো ডেন্টিস্ট ইমরান হোসাইন নাম ব্যবহার করছেন। রোগী প্রতি ভিজিট নেন ৫শ টাকা। সেই মতে প্রেসক্রিপশনে উনার নামের পাশে টিক চিহ্ন দিয়ে রীতিমতো ওষুধ লিখে দিয়ে নিজে স্বাক্ষরও করছেন।
অভিযুক্ত কথিত ডাক্তার ইমরান হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নিজেই মালিক। ট্রেড লাইসেন্স অন্য একটি মহিলা দাঁতের ডাক্তারের নামে। ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে যেই ইমরান হোসাইন লেখা সেটা আমি না আমার ডেন্টাল কলেজ ক্যাম্পাসের বড় ভাইয়ের নাম উনিই ডাক্তার ইমরান। আমার নামের সঙ্গে মিল আছে তাই চালিয়ে যাচ্ছি।
সহকারী পুলিশ কমিশনার (জিএমপি) মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার মামলা রেকর্ড হয়েছে।ভূয়া ডেন্টিস্টকে গ্রেফতারের চেষ্টা চলছে।