গাজীপুর মহানগরের পূবাইল মেট্রো থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রানার বিরুদ্ধে সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া(ওএমএস) পণ্যে অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার ৮ নভেম্বর রাত ৯টার সময় ৪২ নং ওয়ার্ড হারবাইদ নন্দীবাড়ি তার নিজ বাসা হতে তাকে আটক করেন পূবাইল থানা পুলিশ।
দলীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম রানা সাবেক পূবাইল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ৪২নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
অভিযোগ সূত্রে এলাকাবাসী জানান, সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া নির্ধারিত মূল্যে গরীব ও অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে আটাও চাউল এর আওতায় ৪২নং ওয়ার্ডে ডিলারশিপ হিসেবে দায়িত্ব নেন আরিফুল ইসলাম রানা, তিনি সাধারণ ভোক্তাদের না দিয়ে দোকানে বিক্রি করার দায়ে পূবাইল থানা পুলিশ গতকাল রাতে তাকে আটক করে।
এ বিষয়ে আরিফুল ইসলাম রানাকে আটকের কথা স্বীকার করে পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিয়ে যাচাই-বাছাই চলছে।