গত ১৬ই জুলাই, ২০২২ ইং, লীরা তরফদারের শুভ জন্মদিন। এই দিনে রত্নগর্ভা মায়ের কোল আলোকিত করে ধরাধামে আগমন করেন। ছোটবেলা থেকেই মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছিলেন।লীরা তারাফদার (মেজিস্ট্রেট) 2৮তম বিসিত্রস ত্র যোগদানের পর থেকেই যথাসম্ভব সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।সাধারণ গরীবরা যাতে আইনের কাছে সুবিচার পায়-তজ্জন্য তিনি সাধ্যমত চেষ্টার ত্রুটি রাখেননি। লীরা তরফদার সচিব জেলা পরিষদ,ময়মনসিংহ ত্রর মাধ্যমে অসহায় সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়,কেউ যাতে সহায় সম্বলহীন মানুষদের অত্যাচার অবিচারের সূযোগ না পায়-সেদিকে কড়া দৃষ্টি রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ধনী গরীব সবাইকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি সচিব জেলা পরিষদ ময়মনসিংহ জেলার লোকজনের মূখে মূখে শুনা যায়।গরীব মানুষদের সূ:খে দূ:খে দাঁড়ানোর পারিবারিক শিক্ষা থেকে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি।ত্রটা তার বাবার (শিবেন তারাফদার)ত্রর কাছ থেকে শিক্ষা ।সচিব জেলা পরিষদ,ময়মনসিংহ লীরা তরফদার ত্রর মত মানুষের সেবায় নিয়োজিত একদল সুশিক্ষিত বিসিত্রস অফিসার দেশের সাধারন মানুষের জীবনে শান্তি ও সৌভাগ্যের বারতা বয়ে আনবে বলে অনেকের বিশ্বাস। এমন একজনকে বন্ধু ও বোন হিসাবে পেয়ে আমার গর্বের শেষ নেই।
বোন লীরা তরফদার চাকরীর সুবাদে যেখানেই যাবেন-আশা করা যায় সেখানকার মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
জন্মদিনে বোন লীরা তরফদার সর্বাঙ্গীন কল্যানকর ও মঙ্গলময় জীবন কামনা করি। সামগ্রিক শারীরিক সূস্থতা দীর্ঘজীবন কামনা করি।মানুষের জীবনে শান্তি ও সূ:খ নিশ্চিত করতে গিয়ে আপনার জীবনও যাতে নির্বিঘ্ন থাকে এবং শান্তি ও সূ:খের যেন ব্যত্যয় না ঘটে পরম করুনাময় নিকট সবিনয়ে কামনা করি।
জন্মদিনে অশেষ শুভ কামনা।