বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : / ২৭৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

ভারতের উগ্র সাম্প্রদায়িক বিজেপির মুখ্যপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল প্রাণের স্পন্দন মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জুন) জুম্মাবাদ দুপুর ২টার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ প্রাঙ্গণে আগরপুর – পোড়াদিয়া সড়কে, প্রধান উদ্যোগক্তা আসিফ ইকবাল প্রিন্স ও গোবড়িয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সর্বস্থরের জনগণের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর খতিব মুফতি এমরান হোসাইন এর সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরাম গণ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে, মুসল্লিরা সমাবেশ স্থলে জড়ো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরে প্রাপ্ত মেজর মোঃ নুরুল ইসলাম, মোঃ আক্কেল মেম্বার, মোঃ জাহাঙ্গীর, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ী বৃন্দ সহ স্থানীয় উলামায়ে কেরাম গণ ও সাধারণ মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমান গন বিশ্বনবী মোহাম্মদ (সাঃ)কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবেন না। মোহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত লেগেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান বক্তারা। এবং তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন কুমার কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে মুসল্লীরা লক্ষীপুর বাজার এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!