|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২২
ভারতের উগ্র সাম্প্রদায়িক বিজেপির মুখ্যপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল প্রাণের স্পন্দন মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জুন) জুম্মাবাদ দুপুর ২টার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ প্রাঙ্গণে আগরপুর - পোড়াদিয়া সড়কে, প্রধান উদ্যোগক্তা আসিফ ইকবাল প্রিন্স ও গোবড়িয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সর্বস্থরের জনগণের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর খতিব মুফতি এমরান হোসাইন এর সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরাম গণ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে, মুসল্লিরা সমাবেশ স্থলে জড়ো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরে প্রাপ্ত মেজর মোঃ নুরুল ইসলাম, মোঃ আক্কেল মেম্বার, মোঃ জাহাঙ্গীর, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ী বৃন্দ সহ স্থানীয় উলামায়ে কেরাম গণ ও সাধারণ মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমান গন বিশ্বনবী মোহাম্মদ (সাঃ)কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবেন না। মোহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত লেগেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান বক্তারা। এবং তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন কুমার কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এবং অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে মুসল্লীরা লক্ষীপুর বাজার এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.