এসব আদালতে কীভাবে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে তা ঠিকঠকা জানা যাচ্ছে না। কারণ, এসব আদালত কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত ১ ফেব্রুয়ারি জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সু চির দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সু চিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। সু চির বিরুদ্ধে জান্তা সরকারের দায়ের করা মামলাগুলোর মধ্যে উসকানি ও করোনোর বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৭ ডিসেম্বর রায় ঘোষিত হয়। এই রায়ে সু চি দোষী সাব্যস্ত হন।
তিনি একটি অজ্ঞাত স্থানে দুই বছরের সাজা ভোগ করছেন।