|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সু চির দুই ঘনিষ্ঠ সহযোগীর সাজা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২১
এসব আদালতে কীভাবে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে তা ঠিকঠকা জানা যাচ্ছে না। কারণ, এসব আদালত কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত ১ ফেব্রুয়ারি জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সু চির দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সু চিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। সু চির বিরুদ্ধে জান্তা সরকারের দায়ের করা মামলাগুলোর মধ্যে উসকানি ও করোনোর বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৭ ডিসেম্বর রায় ঘোষিত হয়। এই রায়ে সু চি দোষী সাব্যস্ত হন।
তিনি একটি অজ্ঞাত স্থানে দুই বছরের সাজা ভোগ করছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.