রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

এস এস সি তে উত্তীর্ণ দুই হাত প্রতিবন্ধি মোবারকের ভবিষ্যৎ স্বপ্ন বিসিএস

মোঃ হামিদুল ইসলাম  কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  / ২০২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ

প্রতিবন্ধিতার কারণে আমাদের সমাজে তাদের প্রতি কিছু বিরূপ মনোভাব থাকে এই মনোভাব, মন্তব্যগুলোকে জয় করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে প্রতিবন্ধিতাকে জয় করে বিভিন্ন সাফল্যের কথা শোনা যায়। এমনই একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।

 

ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার দিনমজুর এনামুল হকের ছেলে মোবারক আলী(১৬)। জন্ম থেকে তার এই শারীরিক প্রতিবন্ধীতা। তার দুই হাতের আঙুল না থাকলেও রয়েছে কবজি।

 

হাত না থাকায় শুরুতে দ্বিতীয় শ্রেণি পযর্ন্ত মোবারক পা দিয়ে লেখালেখি করতো, পরে ধীরে ধীরে পায়ের পরিবর্তে দুই হাতের কবজি দিয়ে লেখালেখি শুরু করার চেষ্টা করে, একপর্যায়ে কবজি দিয়ে লিখে সফলও হয় মোবারক।

 

শারীরিক ভাবে প্রতিবন্ধী মোবারক আলী এবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হাতের কবজি দিয়ে লিখে সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার এসএসসির ফলাফল ঘোষণা হলে সেও ফলাফল যথানিয়মে দেখে যে, সে জিপিএ-৩.৮৪ পেয়েছে, এই ফলাফলে অত্যন্ত আনন্দিত । প্রতিবন্ধী হলেও অদম্য মেধাবী মোবারকের এই সাফল্য তার বাবা-মা পরিবারের লোকজন সহ পুরো উপজেলাবাসীকে আনন্দিত করেছে।

 

উল্লেখ্য, মোবারক আলী এর পূর্বে ২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে হাতের কবজি দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। শারীরিক প্রতিবন্ধকতা ও পরিবারের অভাব অনটন থাকার পরও কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। মোবারক আলীর চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমার এই সমস্যা আমাকে থামাতে পারেনি । তবে আমার বাবা একজন দিনমজুর। তার পক্ষে আমার পড়ালেখার খরচ বহন করা খুবই কষ্টের। তারপরও আমি লক্ষ্যে পৌঁছার চেষ্টা করে যাব । বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার স্বপ্নও দেখে মোবারক।

 

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হকের মতে, মোবারক প্রতিবন্ধী হলেও যথেষ্ঠ মেধাবী। তার এসএসসির ফলাফলে দেখা যায়, উচ্চতর গণিত এবং পদার্থ বিজ্ঞানে ‘এ প্লাস’ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, রসায়ন, আইসিটি ও প্রাণিবিজ্ঞান বিষয়ে ‘এ’, গণিত বিষয়ে ‘এ’ মাইনাস এবং দুটি বিষয়ে ‘বি’ ও একটি বিষয়ে ‘ডি’ পেয়েছে।

 

মোবারক আলীর মা মরিয়ম বেগম বলেন, দুই ভাই এক বোনের মধ্যে সে বড়। নিজের কাজগুলো প্রায় সব নিজেই করতে পারে। কিছু কিছু কাজে সহযোগিতা করতে হয়। ওর ইচ্ছাশক্তি আছে । আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। তারপরও তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন।

 

মোবারক আলীর বাবা দিনমজুর এনামুল হক বলেন, আমিও মোবারক আলীকে নিয়ে স্বপ্ন দেখি। সে নিজের চেষ্টায় পড়াশোনা করছে। আমার আর্থিক সামর্থ্য না থাকায় মোবারকের চাহিদা সবসময় মেটাতে পারি না। তবে আমি চেষ্টা করব মোবারক যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!