কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরে-ই আলম রিহাত আনারস মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন। বুধবার দিনভর ওই ইউনিয়নের কাদলা,দরবেশগঞ্জ,বরইগাঁও,চৌমুহনী গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে আনারস প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি। এসময় সাধারন মানুষ ও নেতাকর্মীরা আনারস মার্কার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা দেয়। স্থানীয়রা মনে করছেন আনারস মার্কার প্রার্থী নূরে-ই আলম রিহাত চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়েেন তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী আনারস মার্কায় ভোট দিতে চায়।
আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী আনারস মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো ধরনের বিশৃঙ্খলা না হলে সাধারন মানুষ ভোট দিতে পারলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে জনতার চেয়ারম্যান হতে চাই। জনগন যাতে প্রতিদিন সেবা পায় সেজন্য জনসাধারনের জন্য ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রাখব।
কচুয়া: কচুয়ার ৮নং কাদলা ইউনিয়নে আনারস মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরে-ই আলম রিহাত ।