শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ছাত‌কের ব্যবসায়ী নবীনগরে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সীতাকুণ্ডে হজ্ব প্রশিক্ষণ ও হাজ্বী সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই -খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রী নানক নিপুণ কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিৎ- ডিপজল কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন সৈয়দ তারেক হোসেন ফরিদপুরে ৮ম শ্রেনী ছাত্র হত্যা’ ৬ বছর পর পলাতক আসামী র‍্যাবের হাতে আটক ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, হার মানাবে আয়লা ও আমফানকেও কুড়িগ্রামে নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সহিংসতা হলে ছাড় পাবে না কেউ পাঁচবিবিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করন জেলা পরিষদের সদস্যা নুরখাতুন এর নেতৃত্বে বাপি হালদারের সমর্থনে অভিষেক বন্দোপাধ্যায় এর সংগ্রাম পুরে নির্বাচনী প্রস্তুতি সভা রংপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুর এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত আলোচনায় স্বাধীন বাবুর নতুন গান ‘পোড়া চোখ’ চাঁদপুরে ভুয়া ডিবি আটক
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পরীক্ষার আগের রাতে স্থগিত হলো সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা-দৈনিক বাংলার অধিকার

বিশেষ প্রতিনিধি / ৬৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৭:৫১ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে অধিদপ্তর। কাল শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার ঠিক আগের দিন নোটিশ দেওয়ায় বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল শুক্রবার বেলা তিনটায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেখানে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করে তা প্রচারের অনুরোধ জানিয়েছে।

এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা ঢাকায় চলে এসেছেন। চাঁদপুর থেকে আসা রাকিব নামের এক পরীক্ষার্থী দৈনিক বাংলার অধিকারকে বলেন, ‘সকালের গাড়িতে করে ঢাকায় এসেছি। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন। সন্ধ্যার সময় জানতে পারলাম, পরীক্ষা স্থগিত। তারা কোনো ফোন দেয়নি, এসএমএস দেয়নি। একটি নোটিশ ওয়েবসাইটে দিয়েছে। তাও সার্ভার সমস্যার কারণে দেখতে পারি নাই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গুজব কিনা সন্দেহ ছিল।যা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলে। অবশেষে নিশ্চিত হই পরীক্ষা স্থগিত। বেকার যারা আছে, তারা গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে এসেছে। তাদের সঙ্গে এটা কেন করা হলো? এ ছাড়া নোটিশে কোনো কারণও জানায়নি।’

রাকিব আরও বলেন, তাঁর মতো বাইরে থেকে আসা পরীক্ষার্থীরা হঠাৎ স্থগিতের নোটিশে ক্ষুব্ধ। শুধু বিটিভিতে প্রচারের নির্দেশ ছাড়া কিছু বলা নেই। তাঁর প্রশ্ন যাঁরা বিটিভি না দেখবেন, তাঁরা কীভাবে জানবেন! অনেকেই হয়তো পরীক্ষার হলে গিয়ে ফিরে আসবেন।

এর আগেও একবার অধিদপ্তর নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করেছিল। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেবার অধিদপ্তর ২৪ সেপ্টেম্বর নোটিশটি দিয়েছিল।

হঠাৎ স্থগিতের নোটিশ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তাকেও ফোন দিয়ে পাওয়া যায়নি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!