সিরাদিখানে স্বতন্ত্র প্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন এ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৩ডিসেম্বর বিকেল ৫টার সময় কোলা ইউনিয়ন এর ৬নংওয়ার্ডের রক্ষিত পাড়া গ্রামের মিন্টু শেখ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সিরাদিখানে স্বতন্ত্র প্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক
উক্ত উঠান বৈঠক এ বক্তারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন কে ২৬ তারিখ এ ঘোড়া প্রতীক এ ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন বলেন জনগণের আশা আকাঙ্খা পুরন করতে আমি জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এ অবহেলিত কোলা ইউনিয়ন কে একটি উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো