|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সিরাদিখানে চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২১
সিরাদিখানে স্বতন্ত্র প্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন এ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৩ডিসেম্বর বিকেল ৫টার সময় কোলা ইউনিয়ন এর ৬নংওয়ার্ডের রক্ষিত পাড়া গ্রামের মিন্টু শেখ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_58239" align="alignnone" width="300"]
সিরাদিখানে স্বতন্ত্র প্রার্থী কপাসের হোসেন এর উঠান বৈঠক[/caption]
উক্ত উঠান বৈঠক এ বক্তারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন কে ২৬ তারিখ এ ঘোড়া প্রতীক এ ভোট দিয়ে জয়ী করার জন্য আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী কপাসের হোসেন বলেন জনগণের আশা আকাঙ্খা পুরন করতে আমি জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এ অবহেলিত কোলা ইউনিয়ন কে একটি উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.