ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃমামুনুর রশীদ মামুনের পথ সভা।
জানা যায়,পীরগঞ্জ উপজেলার সিনুয়া গ্রামের মোঃমামুনুর রশীদ মামুন ফুটবল প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচন করছেন।
বৃহস্পতিবার বিকালে সিনুয়া এলাকায় তিনি এক বক্তব্যে বলেন।আমি এই এলাকার সন্তান গত নির্বাচনে আমি কয়েক ভোটের ব্যবধানে হারিয়ে গেছি প্রার্থী হিসেবে জনগণের সেবা নিশ্চিত করতে আবার ও সদস্য পদে লড়াই করছি।আমি ১নং ভোমরাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড( সিনুয়া গ্রামের) সদস্য পদে ভোট প্রার্থনা করছি।জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিনুয়া এলাকা সহ বিভিন্ন এলাকায় মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলবো।এবং সন্ত্রাস দূর্নীতি,জূয়া বন্ধ করবো।তাই আমি সকলের কাছে দোয়া আশীর্বাদ ও ভোট চাই।