আগামি ২৮ নভেম্বর নির্বাচন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এই জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি ইউনিয়নবাসীর দোয়া ও আশীর্বাদ চেয়ে তিনি আরো বলেন, আমি আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না, আমি চেয়ারম্যান হিসেবে নই, আপনাদের গোলাম হিসেবে সেবা দিয়ে যাব। জানা যায়, চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি ইতিমধ্যে ইউনিয়নবাসীর মন জয় করে নিয়েছেন। উল্লেখ্য: আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।