শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

তিস্তা নদীর গর্ভে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি-দৈনিক বাংলার অধিকার

মোঃ হামিদুল ইসলাম রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ / ৭৭ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ

তিস্তা নদীর ভাঙ্গনে বিলীনের হুমকিতে পড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রায় চার হাজার বসতবাড়ি,গতিয়াশাম, বগুড়া পাড়া, নাকেন্দা, খিতাবখাঁ, নদীভাঙ্গনে শত শত পরিবার হয়ে পড়েছে ভূমিহীন। বিলীন হচ্ছে আবাদী জমি। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এই গ্রামে প্রায় ৪৪৮৪০ চুয়াল্লিশ হাজার আটশত চল্লিশ লোকের বসবাস। রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় এবং সেবামূলক প্রতিষ্ঠান ।

স্থানীয়রা জানান, তীব্র ভাঙ্গনে গ্রামের বেশিরভাগ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, আবাদী জমি হারিয়ে তিন শতাধিক এর ঊর্ধ্বে পরিবার হয়েছে সর্বস্বান্ত। ভাঙ্গনে পাল্টে যাচ্ছে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মানচিত্র। বার বার জানানোর পরেও নদীভাঙ্গন রোধে দায়সারা কাজ করে পানি উন্নয়ন বোর্ড, জোরালো ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বগুড়া পাড়া গ্রামের বাসিন্দা আনসার তেলি, মোতালেব হোসেন, রফিকুল ইসলাম, তাজুল ইসলাম বলেন, চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি বেড়ে প্রবল স্রোত বইছে। প্রায় আরাই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙ্গন চলছে। ফসলি জমির মাটি ভেঙ্গে নদীতে আছড়ে পড়ছে। ভাঙ্গনে বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, আধাপাকা বাড়ি, পাকা রাস্তা, ফলের বাগান ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত গ্রামের চার ভাগের দুই ভাগ এলাকা বিলীন হয়ে গেছে। ভয়ে অনেকেই বসতঘর সরিয়ে নিচ্ছেন। গত কয়েকদিনে প্রায় ৩৫০টি বসতভিটা বিলীন হয়ে গেছে। কয়েক সপ্তাহের মধ্যে গ্রামের শত শত ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য সাইদুল ইসলাম দৈনিক বাংলার অধিকার কে বলেন, নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনকে বার বার বলা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এ ব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার বলেন, পানি উন্নয়ন বোর্ড কি করবে সরকারিভাবে যে ধরনের চেষ্টা করা দরকার করা হচ্ছে, আর আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা সেটা আমি করতেছি, এটাতো টেম্পোয়ারি কাজ, গত বছর ওই এলাকা নদী ভাঙ্গন ঠেকাতে আমি পদক্ষেপ নিলাম ফ্রান্ড ক্রিয়েট করলাম তখন এলাকার লোক ক্ষেপে গেল জমির উপর দিয়ে সুরক্ষা বাঁধ নির্মাণ করতে দিবেনা, তারা বললেন, আইঙ্গের টেকা কেরা দিব চেয়ারম্যান সাহেব, হাজার হাজার মানুষ সেখানে, চার পাচটা লোক বাঁধা দিল কাজটি আর হলো না। উন্নয়নমূলক কাজ করতে গেলে ওই এলাকার কিছু লোক চাঁদা চায়, আর কাজে ডিস্টার্ব করে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!