পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত লকডাউন শিথিল করলেও আবারও কঠোর লকডাউনে সারাদেশ। সরকার ঘোষিত লকডাউন শুক্রবার (২৩ জুলাই) প্রথম লকডাউন বাস্তবায়নের লক্ষ্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকার ঘোষিত লকডাউন সময়সীমাকে লঙ্ঘন করে দোকানপাট খোলা ও মাস্ক পরিধান না করার অপরাধে ১৮৬০ আইনের বিভিন্ন ধারায় ২২ ব্যাক্তিকে ২২টি মামলায় মোট ১২৬০০ টাকা নগদ জরিমানা করেন মোবাইল কোর্ট।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন, মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকুন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম।