|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মোবাইল কোর্টে ২২ মামলায় ১২৬০০ টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২১
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত লকডাউন শিথিল করলেও আবারও কঠোর লকডাউনে সারাদেশ। সরকার ঘোষিত লকডাউন শুক্রবার (২৩ জুলাই) প্রথম লকডাউন বাস্তবায়নের লক্ষ্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম'র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকার ঘোষিত লকডাউন সময়সীমাকে লঙ্ঘন করে দোকানপাট খোলা ও মাস্ক পরিধান না করার অপরাধে ১৮৬০ আইনের বিভিন্ন ধারায় ২২ ব্যাক্তিকে ২২টি মামলায় মোট ১২৬০০ টাকা নগদ জরিমানা করেন মোবাইল কোর্ট।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন, মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকুন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.