ফেনীর ছাগলনাইয়া জমাদ্দার বাজারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় জারীকৃত সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১০ জন ব্যাক্তিকে মোট ১ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে সকলের প্রতি অনুরোধ জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম জানান, নিজের এবং পরিবারের সুস্থতার কথা চিন্তা করে হলেও বাড়ির বাইরে গেলেই আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। একমাত্র আপনাদের সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। মোবাইল কোর্ট পরিচালনা সময় সহযোগিতা ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ সদস্যবৃন্দ।