|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মোবাইল কোর্টে ১০ ব্যাক্তির জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২১
ফেনীর ছাগলনাইয়া জমাদ্দার বাজারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় জারীকৃত সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১০ জন ব্যাক্তিকে মোট ১ হাজার ৬'শ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে সকলের প্রতি অনুরোধ জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়রা ইসলাম জানান, নিজের এবং পরিবারের সুস্থতার কথা চিন্তা করে হলেও বাড়ির বাইরে গেলেই আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। একমাত্র আপনাদের সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। মোবাইল কোর্ট পরিচালনা সময় সহযোগিতা ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ সদস্যবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.