যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা কুরুচিপূর্ণ আজেবাজে বিভ্রান্তিকর লেখা লিখে মান হানিকর সহ রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুন্ন করায় ছাগলনাইয়া থানা “মোঃ সামছুল হক” নামীয় ফেইসবুক আইডির বিরুদ্ধে বাদী মিজানুর রহমান ছাগলনাইয়া থানা হাজির হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নং-১১২৮।
জিডি কপি।
বাদী মিজানুর রহমান লিখিত অভিযোগে জানান, বেশ কিছুদিন যাবৎ “মোঃ সামছুল হক” নামীয় ফেইসবুক আইডি থেকে আমার নাম ও ছবি সংযুক্তি করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক পোষ্ট দিয়ে যাচ্ছে। যাহা সম্পুর্ন অসত্য। এটার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তিনি আরো জানান, আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান দেখে এবং ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঘোষনা দেওয়ায় আমার বিরুদ্ধে অপর পক্ষ ফেক আইডি থেকে কুৎসা রটনা করে যাচ্ছে এবংকি আমার ভবিষ্যৎ নসাৎ করার জন্য উঠেপড়ে লেগেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ পরামর্শে ছাগলনাইয়া থানা হাজির হয়ে উপরোক্ত আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করি। আমি প্রশাসন এর কাছে আকুল আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানাই।
এইদিকে অভিযুক্ত পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দক্ষিন সতর (নদীর কূল) মোঃ সামছুল হক জানান, কে বা কাহারা আমার ছবি সংবলিত করে ফেইসবুক আইডি খুলে বিভিন্ন জনের নামে কুৎসা রটনা করে যাচ্ছে। আমি এটার সাথে কোন সম্পৃক্ততা নেই। এই ব্যাপারে থানা গিয়ে কয়েকবার মৌখিক ভাবে অভিযোগ করে আসি।
ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম জিডির সত্যতা নিশ্চিত করে জানান তদন্ত করে সত্যতা পাওয়া গেলে উপরোক্ত আইডির ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অপরাধী অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবেনা।