প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা,মামলা প্রত্যাহার ও তাঁর নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কর্মরত সকল সাংবাদিক । ২০ মে (বৃহস্পতিবার) মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে উপজেলার সাংবাদিকসহ নানার শ্রেণি পেশার মানুষ।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনেকে।
মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । সেই সাথে ঘটনার সুষ্টু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবী জানানো হয় ।