ভোলা সদর হাসপাতালে পরিমিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন দক্ষ স্বাস্থ্য কর্মী বা জনবল। এমতাবস্থায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা দৈনিক তথ্য বার্থাকে বলেন আমরা সেবা দিতে প্রস্তুত কিন্তু আমাদের সাথে সহযোগী হিসেবে আরও স্বাস্থ্য কর্মী প্রয়োজন।
আমরা দুই শিফটে সেবা প্রদান করি, প্রতি শিফটে ২জনে ১২ ঘন্টা করে আমরা সেবা দিয়ে থাকি।তারা আরও বলেন অতিরিক্ত রোগীর সেবা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত বেড প্রয়োজন। উল্লেখ ডায়রিয়া বিভাগে ৬ টি বেড এবং দুইটি ভিআইপি কেবিন বরাদ্দ কিন্তু রোগী ভর্তি আছে ৮৫ জন। এবং এই করোনা পরিস্থিতিতে করোনার প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজও ভোলাতে ৩৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।