ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।
শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এদিকে মাজেন শহরের উত্তরে একটি হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অনেক রোগী ও কর্মী আটকা পড়েছেন।