জন্মের সাথেই কানে আল্লাহ লিখা নিয়ে পৃথিবীতে এলো এক সন্তান। আর মা বাবা তার নাম রাখলেন ওমর ফারুক। রাজশাহীর আরবান ক্লিনিকে এই ওমর ফারুক জন্মনেন। ওমর ফারুকের পিতা আবুহোসেন ও মাতা সানজিদা সাংবাদিকদেরকে বলেন পূর্বে আমাদের ঘরে আরো তিনটি ছেলে সন্তান রয়েছে এটি আমাদের ৪ নাম্বার সন্তান।
নবাগত জন্মনেওয়া ওমর ফারুকের পিতা আবু হোসেনের বাড়ি সিরাজগঞ্জের মাসুমপুরে। শিশুটির কানে আল্লাহ লেখা দেখার জন্য হাসপাতালেই ভিড় করছেন শতাধিক ব্যক্তি। তবে চিকিৎসক জানিয়েছেন মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।