|| ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে আল্লার নিয়ামতে কানে আল্লাহ লিখা নিয়ে জন্মহলো একটি শিশু সন্তান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২১
জন্মের সাথেই কানে আল্লাহ লিখা নিয়ে পৃথিবীতে এলো এক সন্তান। আর মা বাবা তার নাম রাখলেন ওমর ফারুক। রাজশাহীর আরবান ক্লিনিকে এই ওমর ফারুক জন্মনেন। ওমর ফারুকের পিতা আবুহোসেন ও মাতা সানজিদা সাংবাদিকদেরকে বলেন পূর্বে আমাদের ঘরে আরো তিনটি ছেলে সন্তান রয়েছে এটি আমাদের ৪ নাম্বার সন্তান।
নবাগত জন্মনেওয়া ওমর ফারুকের পিতা আবু হোসেনের বাড়ি সিরাজগঞ্জের মাসুমপুরে। শিশুটির কানে আল্লাহ লেখা দেখার জন্য হাসপাতালেই ভিড় করছেন শতাধিক ব্যক্তি। তবে চিকিৎসক জানিয়েছেন মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.