মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধুর আবমাননাকে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা প্রতিরোধ ও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।